Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছে ৩ হাজার ২০০ মার্কিনি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:০২, ২০ আগস্ট ২০২১

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছে ৩ হাজার ২০০ মার্কিনি

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে এখনো পর্যন্ত তিন হাজার ২০০ জন মার্কিনিকে দেশে ফিরিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ মঙ্গলবার (১৭ আগস্ট) এক হাজার ১০০ জনকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ আগস্ট) ১৩টি সামরিক উড়োজাহাজে করে তাঁদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়। 

হোয়াইট হাউসের বিবৃতিতে বলেছে, ‘আমরা মার্কিনদের ফিরিয়ে আনার একটি ধারা তৈরি করেছি। আশা করছি এই সংখ্যা আরও বাড়বে।’ 

 

প্রসঙ্গত, গত রোববার (১৫ আগস্ট) আশরাফ গনির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই বাইডেনের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। বাইডেনের পদত্যাগের দাবি তোলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেছেন, ‘আফগানিস্তানে মার্কিন সামরিক সম্পৃক্ততার অবসানই সঠিক সিদ্ধান্ত।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ