Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ মানুষ নিয়েছেন পূর্ণ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৭, ৮ আগস্ট ২০২১

আপডেট: ০০:১৫, ৯ আগস্ট ২০২১

যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ মানুষ নিয়েছেন পূর্ণ ডোজ টিকা

যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার অর্ধেককেই করোনার পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। গত ৬ আগস্ট হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। করোনার ডেলটা ধরনের বিস্তার ঠেকাতে টিকা প্রদানের মাত্রা বাড়ানো হয়।

হোয়াইট হাউসের কোভিড-১৯ তথ্যবিষয়ক পরিচালক সাইরাস শাহপার টুইট করে বলেছেন, ‘৫০ শতাংশ আমেরিকান এখন করোনার পূর্ণ ডোজ টিকা পেয়েছেন। এগিয়ে চলুন।’ 

এর অর্থ হলো, দেশটিতে ১৬ কোটি ৫০ লাখের বেশি মানুষ মডার্না বা ফাইজারের দুই ডোজ টিকা অথবা জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা নিয়েছেন। এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক মানুষকে টিকা দেওয়ার মাইলফলক পেরিয়ে যায়। 

প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারি মাসে ক্ষমতায় আসার পর থেকে দেশটির জনগণকে টিকা নিতে উৎসাহিত করছেন। তবে দেশটির রক্ষণশীল মহলসহ টিকাবিরোধীদের প্রতিরোধের মুখে পড়েন তিনি। এতে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে টিকা দেওয়ার হার কমে যায়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

 

সংবাদটি শেয়ার করুনঃ