Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ক্যালিফোর্নিয়া ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা, বসতি গড়ছেন নেভাদায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৫, ১ আগস্ট ২০২১

ক্যালিফোর্নিয়া ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা, বসতি গড়ছেন নেভাদায়

সাম্প্রতিক কালে ক্যালিফোর্নিয়া থেকে নেভাদা রাজ্যে স্থানান্তরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে, অনেক ক্যালিফোর্নিয়ান বসবাসের জন্য নেভাদা রাজ্যকে বেছে নিচ্ছেন। কর্মস্থলে যোগ দেয়ার জন্য প্রতিদিনই নেভাদা থেকে ক্যালিফোর্নিয়ায় আসছেন তারা।

নেভাদা রাজ্যের যানবাহন ডিপার্টমেন্ট জানায়, গত কয়েক বছর ধরেই ক্যালিফোর্নিয়া রাজ্য থেকে মানুষজন নেভাদা রাজ্যে স্থানান্তর হচ্ছেন। ২০২১ সালের প্রথম ছয় মাসেই প্রায় ২২ হাজার ক্যালিফোর্নিয়ান তাদের লাইন্সেস ও আইডি জমা দিয়ে নেভাদা রাজ্যের লাইন্সেস ও আইডি নিয়েছেন।

রিয়েল্টার লিন্ডা স্টুয়ার্ট জানান যে মহামারীর কারণে দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে স্থানান্তর বৃদ্ধি পেয়েছে।

স্টুয়ার্ট জানান যে নেভাদা রাজ্যে জীবনযাত্রার খরচ ক্যালিফোর্নিয়া রাজ্যের তুলনায় কম। এর কারণে অনেকেই নেভাদা রাজ্যে এসে বসবাস করছে। এর পাশাপাশি নেভাদা রাজ্যে বাড়ি ও জমির মূল্য ক্যালিফোর্নিয়ার চেয়ে কম ও মানে উন্নত। যার ফলে, মানুষজন নেভাদা রাজ্যকে বেছে নিচ্ছে।

ক্যালিফোর্নিয়ার উচ্চ অংকের আয়করও এই স্থানান্তরের পিছনে বড় ভূমিকা পালন করে। বর্তমানে ক্যালিফোর্নিয়া রাজ্যে আয়করের পরিমাণ শতকরা ১৩ ভাগ। অন্যদিকে নেভাদা রাজ্যে আয়কর দিতে হয় না।

স্টুয়ার্ট বলেন, ‘দক্ষিণ ক্যালিফোর্নিয়া এমন অনেকেই আছে যারা রাজ্যটি যেভাবে চলছে তা নিয়ে হতাশ। এর পাশাপাশি আরো অনেকেই আছে যারা এতো উচ্চ অংকের আয়কর দিতে চায় না।‘

বব মার্টিনও ক্যালিফোর্নিয়া থেকে নেভাদা রাজ্যে স্থানান্তরিত হন। বিগত বছরে তিনি সান বার্নাডিনোতে অবস্থিত বাড়িটি বিক্রি করে সামারলিনে বাড়ি কিনে বসবাস করেন। তিনি জানান যে পূর্বের বাড়িটির চেয়ে বর্তমানের বাড়িটি আকারে বড় ও দামেও কম। তিনি জানান ক্যালিফোর্নিয়া রাজ্যের উচ্চ আয়কর ও প্রশাসনিক সিদ্ধান্তে বিরক্ত হয়ে তিনি নেভাদায় এসেছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ