
জো বাইডেন
অভিবাসী সুরক্ষায় বিল পাস হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। শিগগিরই তোলা হবে কংগ্রেসে। জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সংবাদ সম্মেলনে বাইডেন জানান, অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে চায় ডেমোক্র্যাটরা। সে লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। এই বিলের মাধ্যমে অভিবাসীদের পুনর্মিলনীর একটা সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এই বিল পাসে রিপাবলিকানদের কোন সমর্থনের প্রয়োজন পড়বে না বলে জানান তিনি।
শিশুকালে বাবা-মায়ের সাথে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়া অভিবাসীর সংখ্যা অনেক। তাদেরকে কাজের অনুমতি দেয়ার কর্মসূচি ডিএসিএ এই বিলের আওতায় আনা হবে বলে সংবাদ সম্মেলনে জানান জো বাইডেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।