
ফোবানায় আমন্ত্রিত অতিথি
৩৫-তম ফোবানা সম্মেলন সামনে রেখে অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো চলছে। এরইমধ্যে বেশ কয়েকজন বিশিষ্টজন দাওয়াত পেয়েছেন।
ফোবানা হোস্ট কমিটির কনভেনর জেডআই রাসেল জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত শহিদুল ইসলাম, বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবায়েত উল ইসলাম ও আল হারমাইন গ্রুপের চেয়ারম্যান মানতাবুর রহমান আমন্ত্রিত অতিথি।
এছাড়া, অতিথি হিসেবে থাকবেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, গণমাধ্যম ব্যক্তিত্ব নঈম নিজাম ও শ্যামল দত্ত এবং অনন্যার প্রকাশক, মনিরুল হক।
উল্লেখ্য, আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর মেরিল্যান্ডে অনুষ্ঠিত হবে ৩৫-তম ফোবানা সম্মেলন। আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।