Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যেখানে টিকাদান কম, সেখানে বাড়ছে ডেলটার সংক্রমণ: ফাউসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৭, ২৭ জুলাই ২০২১

যেখানে টিকাদান কম, সেখানে বাড়ছে ডেলটার সংক্রমণ: ফাউসি

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি বলেছেন, যেসব এলাকায় টিকাদানের হার কম, সেখানে করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ বাড়ছে। ফাউসি বলেন, টিকা না নেওয়া মানুষের মধ্যে যে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে, তা মোকাবিলায় ভুল পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

ফাউসি বলেন, যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের ব্যাপারে মাস্ক ব্যবহারের যে গাইডলাইন ছিল, তাতে আবারও পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছেন স্বাস্থ্য বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে কি না, তা নিয়েও পর্যালোচনা চলছে।

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে সিএনএনের সঙ্গে কথা বলেছেন ফাউসি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ এই উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে এখন ‘এই মহামারি বিরাজ করছে টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে’।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনার সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫২ লাখের বেশি মানুষ। আর মারা গেছেন ৬ লাখ ২৬ হাজারের বেশি। এই সংক্রমণ মোকাবিলায় টিকা কার্যক্রম বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ১৬ কোটির বেশি মানুষকে টিকা দিয়েছে তারা। যা মোট জনসংখ্যার ৪৯ শতাংশের বেশি। কিন্তু যুক্তরাষ্ট্র যেভাবে টিকা কার্যক্রম এগিয়ে নিতে চেয়েছিল, তাতে খানিকটা ব্যর্থ হয়েছে। গত এপ্রিল পর্যন্ত টিকাদানে যেকোনো দেশের তুলনায় এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। এর পর থেকে দেশটিতে টিকাদান কার্যক্রম হ্রাস পেতে থাকে। নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা ঘোষণা করে অঙ্গরাজ্য প্রশাসন। কিন্তু তা খুব কাজে আসেনি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ