Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইডিডি চালু করলো নতুন প্রোগ্রাম পে-নাউ পলিসি

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ২৪ জুলাই ২০২১

আপডেট: ০৪:৪৯, ২৫ জুলাই ২০২১

ইডিডি চালু করলো নতুন প্রোগ্রাম পে-নাউ পলিসি

দ্য আনএমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (ইডিডি) বৃহস্পতিবার (২২ তারিখ) এক বিবৃতিতে জানায়, যাদের কর্মহীন ভাতার আবেদনপত্র রিভিউ প্রসেসিং এ ছিলো, এমন হাজার হাজার বাসিন্দাদের অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে।

এতোদিন ধরে অর্থ পাঠানোর প্রক্রিয়া বন্ধ থাকায় চাপে ছিলো ইডিডি। ইডিডি জানায়, যারা বর্তমানে আবেদন করেছে কিন্তু ভাতা পাওয়ার জন্য মূলত বিবেচিত নয়, তাদের ভাতা প্রদান বন্ধ থাকবে।

এর পরিবর্তে যাদের আবেদন গৃহীত হয়েছে, ইডিডি তাদের 'কন্ডিশনাল পেমেন্ট' প্রদান করবে। তারা পরে ভাতা পাবে কী না, সেটির তদন্ত চলতে থাকবে।

ইডিডি ডিরেক্টর রিটা সায়েঞ্জ বলেন, 'আমরা অনেক আবেদন পেয়েছি যেগুলোর আইডেন্টিটি ভ্যারিফাই প্রসেসে পরে অনেকদিন যাবত পেন্ডিং আছে। এসব আবেদনের প্রেক্ষিতে ভাতা প্রদান শুরু হবে। এজন্য নতুন এই আবেদনকে বলা হচ্ছে পে-নাউ পলিসি।

পে-নাউ পলিসির আওতায় যারা ভাতা পাবে, তাদের দ্রুত অর্থ প্রদান করার নোটিশ দেওয়া হবে। আগামী শুক্রবার থেকে ভাতা প্রদান শুরু হবে ও টানা কয়েক সপ্তাহ যাবত এটি চলবে।

কন্ডিশনাল পেমেন্টের অন্যান্য আপডেট এবং তথ্য জানতে ভিজিট করুন-

https://www.edd.ca.gov/unemployment/claim-status.htm

সংবাদটি শেয়ার করুনঃ