লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেটে Bangladesh the New Frontier; Investment opportunities for foreiegn investors and Expartristes শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি আয়োজন করে কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্র। সহযোগিতায় ছিল বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীনস্থ স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। অংশগ্রহণ করেন US-Bangladesh Business Forum (USBBF)-এর সদস্য ম্যাসন ইয়োস্ট, স্টার্টআপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা টিনা জাবিন, লস এঞ্জেলেসের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, আমেরিকান নাগরিক এবং বাংলাদেশি আমেরিকান প্রবাসী ব্যবসায়ীগণ।
সূচনা বক্তব্য রাখেন কনসাল জেনারেল তারেক মোহাম্মদ। তিনি জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ১০ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আর্থ-সামাজিক উন্নয়ন তুলে ধরেন। তিনি বাংলাদেশে বিনিয়োগের বিশেষ সুবিধাসমূহ উল্লেখ করে বলেন, বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার ১০০টি Exclusive Economic Zone প্রতিষ্ঠা করেছে। তিনি ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর এসএম খুরশিদ-উল-আলম এবং স্টার্টআপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা টিনা জাবিন বাংলাদেশে বিনিয়োগের আইসিটি সুবিধাসহ বিভিন্ন দিক তুলে ধরেন। শেষে ব্যবসায়ীগণ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
সেমিনারের প্রধান অতিথি সালমান এফ রহমান এমপি বর্তমান সরকারের বিভিন্ন অর্জন ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে তাই ব্যবসায়ীদের বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।