Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

পানির রাসায়নিক দূষণে টেক্সাসে অসুস্থ ৬৫ জন

আমেরিকা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫২, ২১ জুলাই ২০২১

পানির রাসায়নিক দূষণে টেক্সাসে অসুস্থ ৬৫ জন

টেক্সাসের হোস্টনে একটি ওয়াটার পার্কের পানিতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশে দূষিত হয়ে অন্তত ৬৫ জন অসুস্থ হয়েছে।

হ্যারিস কাউন্টির বিচারক লিনা হিডালগো জানান, শিশুদের জন্য বরাদ্দকৃত পুলের কাছে হঠাৎ করেই একজন লাইফগার্ড অসুস্থ হয়ে পরেন। এর পর পরই আরো অনেকেই অসুস্থ হয়ে যেতে শুরু করেন।

তিনি বলেন, 'মুহুর্তের মধ্যে আনন্দময় পারিবারিক পরিবেশ বিষাদে রূপ নিতে থাকে'।

পাবলিক হেলথ কর্মকর্তারা পানিতে ঠিক কিসের দূষণ হয়েছে সেটি উদঘাটন না হওয়া পর্যন্ত পার্কটি বন্ধ রাখতে ঘোষণা করেন।

স্প্রিং ফায়ার ডিপার্টমেন্ট প্রধান স্কট সেইফার্ট বলেন, 'পানিতে ৩০ থেকে ৩৫ শতাংশ সালফিউরিক এসিড এবং ১০ থেকে ১৩ শতাংশ ব্লিচের উপস্থিতি পাওয়া গেছে। আপাতত শুধু এই তথ্য পাওয়া গেছে'।

হিডালগো বলেন, এই ঘটনার পরপরই অসুস্থদের ও পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এতোটুকু জানা গেছে যে, পার্ক কর্তৃপক্ষ সঠিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেনি'।

হিডালগো জানান, সবচেয়ে বেশি গুরুতর অসুস্থ হয়েছে শিশুরা। বেশ কয়েকজন শিশুকে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে৷ বর্তমানে প্রায় সবার শারীরিক অবস্থা স্থিতিশীল।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ