Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আফগানিস্তানে আমেরিকা ব্যর্থ হয়েছে : রাশিয়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:২৮, ১৮ জুলাই ২০২১

আফগানিস্তানে আমেরিকা ব্যর্থ হয়েছে : রাশিয়া

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, হোয়াইট হাউস বিদেশি সেনাদের সবচেয়ে ইতিবাচক রঙে রাঙিয়েছে। কিন্তু সবাই জানে যে এই অভিযান ব্যর্থ হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

উজবেকিস্তানের রাজধানী এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ এই মন্তব্য করেন। এসময় পাশে ছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী এর আগে অভিযোগ করেছেন, মার্কিন ও ন্যাটো সেনাদের তাড়াহুড়ো করে চলে যাওয়া আফগানিস্তানের নিরাপত্তার ক্ষতি করেছে। তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেছিলেন, দেশটির অস্থিতিশীলতা প্রতিবেশী দেশগুলো ছড়াতে পারে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে গত কয়েকদিনে আমরা আফগানিস্তানের পরিস্থিতির অবনতি হতে দেখছি। মার্কিন ও ন্যাটো সেনাদের তাড়াহুড়ো করে চলে যাওয়াতে দেশটির রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত সপ্তাহে তালেবান প্রতিনিধিরা মস্কো সফর করেন। সেখানে তারা আফগানিস্তানের ৮৫ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে দাবি করে।

খবরে বলা হয়েছে, মস্কো ঘনিষ্ঠভাবে তালেবানের অগ্রগতি পর্যালোচনা করছে এবং সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশ তাজিকিস্তানে অস্থিতিশীলতার আশঙ্কায় উদ্বিগ্ন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ