ডেল্টা ভাইরাস
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনকহারে বাড়ছে ডেল্টায় আক্রান্তের সংখ্যা। সিডিসির প্রকাশিত সবশেষ তথ্য বলছে, ছড়িয়ে পড়া ৫৮ শতাংশই এখন বিপদজনক ভাইরাসটি। ২০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত শনাক্তদের মধ্যে ৫৭ দশমিক ৬ শতাংশ ডেল্টায় আক্রান্ত।
এদিকে, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে বিপদের বড় কারণ হয়ে দাঁড়িয়েছেন টিকা না নেয়া ব্যক্তিরা। তাদের কারণে চরম মূল্য দিতে হতে পারে শিশু-বৃদ্ধদের। এমন শঙ্কার কথাই জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, টিকা নেয়ার হার কমতে থাকলে বাড়বে সংক্রমণ। এতে সবচেয়ে বিপদের সম্মুখীন হবে শিশুরাই। তাই, টিকা নেয়ার হার বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।