Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

‘বন্দুক সন্ত্রাস’ ঠেকাতে বরাদ্দ বাড়াবেন বাইডেন

অভিক আহসান

প্রকাশিত: ০৮:৩৯, ১৪ জুলাই ২০২১

‘বন্দুক সন্ত্রাস’ ঠেকাতে বরাদ্দ বাড়াবেন বাইডেন

জো বাইডেন

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বন্দুক সন্ত্রাস বেড়েই চলছে। এমনকি ৪ জুলাই স্বাধীনতা দিবসের দিনেও বাদ যায়নি সহিংসতা। একের পর এক গোলাগুলির এসব ঘটনা ছড়াচ্ছে উদ্বেগ। জনমনে বাড়াচ্ছে আতঙ্ক।

এমন পরিস্থিতি মোকাবেলায় এবার নড়েচড়ে বসেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বন্দুক সন্ত্রাস ও অপরাধ ঠেকাতে আইন প্রয়োগকারী সংস্থার জন্য বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন তিনি। আমেরিকান রেসকিউ প্ল্যান থেকে অর্থ ব্যয়ে,  স্টেট ও স্থায়ী প্রশাসনকে উৎসাহ দেয়ার কথা জানিয়েছেন বাইডেন।

এদিকে, বন্দুক সন্ত্রাস নিয়ে বাইডেনের দিকে পাল্টা তীর ছুড়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত স্টেট ও শহরে অপরাধ বেশি হচ্ছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ