Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মার্কিন মানবিক সহায়তা মানেই নতুন কোন ‘অশুভ পরিকল্পনা’: উ. কোরিয়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৪, ১২ জুলাই ২০২১

মার্কিন মানবিক সহায়তা মানেই নতুন কোন ‘অশুভ পরিকল্পনা’: উ. কোরিয়া

যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তাকে ‘অশুভ রাজনৈতিক পরিকল্পনা’ বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে এটাও বলেছে যে, অন্য দেশগুলোর ওপর চাপ প্রয়োগ বজায় রাখতেই তাদের এসব সহায়তা। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও চ্যানেল নিউজ এশিয়া।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার মতো মার্কিন মিত্ররা কোভিড-১৯ ভ্যাকসিন বা অন্যান্য সহায়তার প্রচার বাড়িয়ে তুলতে পারে, এমন পরামর্শের পরে এসব কথা বলেছেন উত্তর কোরিয়ার আন্তর্জাতিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত এক্সচেঞ্জ প্রচারের জন্য মন্ত্রণালয় অনুমোদিত সমিতির সিনিয়র গবেষক কং হায়ন চোল।

এর আগে গতকাল রবিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সরকারি ওয়েবসাইটে মার্কিন সহায়তার সমালোচনা প্রকাশ করেছে। এটি একটি সুস্পষ্ট ইঙ্গিত, যা সরকারের চিন্তাভাবনাকে প্রতিফলিত করে।

বিশ্বজুড়ে উদাহরণের একটি সিরিজ তালিকাভুক্ত করেছেন কং হায়ন চোল। তিনি বলেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির লক্ষ্য বা মানবাধিকার ইস্যুতে চাপের সঙ্গে সহায়তার সংযোগ স্থাপনের একটি অনুশীলনকে হাইলাইট করে


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ