
লস এঞ্জেলেসের বেভারলি সেন্টারের একটি শপিং মলে প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ডাকাতির সাথে জড়িত ছয়জনকে আটকের অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
বুধবার (৭ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে লা সিনেগা বোলেভার্ডের কাছে মেলরোস প্লেসের ৮৪০০ ব্লকের একটি শপিংমলে এই ডাকাতির ঘটনা ঘটে।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, চারজন নারী ও দুইজন পুরুষ বিলাসবহুল কাপড়ের দোকানে ঢুকে তাক থেকে নগদ অর্থ নিয়ে চলে যায়।
মুখপাত্র জানান, দোকানের কর্মীরা বাঁধা দেওয়ার পর অস্ত্রের মুখে তাদের অন্যত্র সরিয়ে রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নগদ ক্যাশের পাশাপাশি দামি ব্যাগ ও পার্স এবং হাজার হাজার ডলারের অন্যান্য সামগ্রি নিয়ে পালিয়ে যায়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, অপরাধীরা ডাকাতির পর ধূসর রঙের একটি মার্সিডিজ-বেঞ্জ গাড়ি দিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, ডাকাতিতে অংশ নেওয়া সবাই যুবক যুবতী। ছেলে দুইজনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ও মেয়ে তিনজনের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে।
ডাকাতির বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে উইলশায়ার ডিভিশন রোবারি ডিপার্টমেন্টের গোয়েন্দা মেলোনির নাম্বারে 213-922-8216 যোগাযোগ করতে বলা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।