Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মিয়ামিতে ভবনধস: নিহত বেড়ে ৭৯

অভিক আহসান

প্রকাশিত: ০৬:৫৬, ১১ জুলাই ২০২১

মিয়ামিতে ভবনধস: নিহত বেড়ে ৭৯

মিয়ামিতে ধসে পড়া ভবন

ফ্লোরিডার মিয়ামিতে ভবনধসের ঘটনায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৪ জনের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে উদ্ধার হলো ৭৯ জনের দেহাবশেষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতভর অভিযান চালানো হয়। ১২ তলা ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মেলে আরও ১৪ মরদেহ। এখনও নিখোঁজ ৬১ জনের সন্ধান মেলেনি। তাদের জীবিত উদ্ধারের সম্ভবনা নেই বলে জানানো হয়েছে। তবুও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এরআগে ভবনের একপাশ ধসে যাওয়ায় আরও বড় দুর্ঘটনার আশঙ্কায় পুরো ভবনটি গুঁড়িয়ে দেয়া হয়। 

গেল ২৪ জুন রাতে ধসে যায় ভবনটি। এরপর একের পর অভিযানে মেলে মরদেহ। 


চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610, +1 (718) 355-9232 এই নাম্বারে। 

সংবাদটি শেয়ার করুনঃ