Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ভারত রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্টের মনোনয়ন পেলেন গারসেটি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:০০, ১০ জুলাই ২০২১

ভারত রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্টের মনোনয়ন পেলেন গারসেটি

ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়ন পেলেন লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি।

শুক্রবার (৯ জুলাই) হোয়াইট হাউজ বিষয়টি নিশ্চিত করেন।

ভারতের রাষ্ট্রদূতের পদ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বৃহৎ গণতন্ত্রের দেশ ভারতের সাথে মিত্রতার সম্পর্ক বজায় রাখতে বিচক্ষণ এরিক গারসেটিকে মনোনয়ন দেওয়া হলো।

প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন পেলেও এই পদে গারসেটির চূড়ান্ত হতে সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে। সিনেটের অনুমোদন চূড়ান্ত হওয়ার পরই করোনাভাইরাসে নাজেহাল ভারতে পাড়ি দিতে হবে গারসেটিকে।

প্রায় মাস দুয়েক নীরিক্ষার পর এরিক গারসেটিকে অনুমোদন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন গারসেটি।

এরিক গারসেটি বলেন, 'আমি অত্যন্ত আনন্দিত। আমার মনে হলো কেউ স্বর্গ থেকে আমাকে এসে বলছে আমার পরবর্তীতে করণীয় কী। আমার মনে হচ্ছে আমি এই কাজটি করতে পারবো'।

তিনি আরো বলেন, 'লস এঞ্জেলেসের জন্য এটি সঠিক মুহুর্ত। আমরা বিশ্বের দরবারে আমেরিকাকে আরো শক্তিশালী করে তুলতে কাজ করে যাবো'।

এরিক গারসেটি ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়র হিসেবে ক্ষমতাসীন থাকতে পারবেন। যদি রাষ্ট্রদূত হিসেবে গারসেটি চূড়ান্ত অনুমোদন পেয়ে যান, তবে তিনি মেয়র পদ থেকে অব্যাহতি নিবেন এবং তাঁর স্থলাভিষিক্ত হবেন সিটি কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ।

প্রাথমিক পর্যায়ে এরিক গারসেটিকে ক্যাবিনেটে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা থাকলেও সাবেক এক সহকর্মীর তোলা যৌন হয়রানির অভিযোগের দায়ে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়৷ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে গারসেটির।

মেয়র এরিক গারসেটি (৫০) ২০১৩ সাল থেকে লস এঞ্জেলেসের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার দ্বিতীয় মেয়াদ ২০২২ সালে শেষ হবে। এর আগে লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হোন তিনি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ