মাইক্রোসফট কর্মীদের উচ্ছ্বাস
মহামারীতে ঘুরে দাঁড়াচ্ছে মার্কিন অর্থনীতি। কর্মীদের কর্মক্ষেত্রে আগ্রহী করতে বাড়ানো হচ্ছে বেতন; দেয়া হচ্ছে বোনাস। এমনকি অর্থনৈতিক নানা প্রণোদনাও দিচ্ছেন অনেক প্রতিষ্ঠান। এই তালিকায় এবার যুক্ত হলো টেক জায়ান্ট মাইক্রোসফট। সব কর্মীদের জন্য মহামারী বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে তারা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, চ্যালেঞ্জিং অর্থ বছর পার করেছে প্রত্যেক কর্মী। তাই তাদের প্রত্যেককে মহামারী বোনাস দেয়া হবে। এজন্য ২০০ মিলিয়ন দেয়ার পরিকল্পনা করছে মাইক্রোসফট। এই বোনাসের আওতায় পড়বে ৩১ মার্চ ২০২১ বা তারআগে কোম্পানিতে যোগ দেয়া কর্মীরা। বোনাসের আওতায় আছেন পার্টটাইম কর্মীরাও।
বোনাসের খবরে স্বস্তি প্রকাশ করেছে মাইক্রোসফটের কর্মীরা। তারা বলছেন, এমন উদ্যোগ কর্মক্ষেত্রে স্পৃহা বাড়াবে, বাড়বে কাজের গতি।
চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610, +1 (718) 355-9232 এই নাম্বারে।