Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

খরায় পুড়ছে ক্যালিফোর্নিয়া

অভিক আহসান

প্রকাশিত: ০০:৪৭, ১০ জুলাই ২০২১

খরায় পুড়ছে ক্যালিফোর্নিয়া

খরায় পুড়ছে ক্যালিফোর্নিয়া

তাপমাত্রা বেড়েই চলেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এতে প্রতিনয়ত বাড়ছে খরা ও দাবানল। বিপর্যস্ত জনজীবন।    

প্লুমাস কাউন্টি ও বেকওয়ার্থ কমপ্লেক্সের অবস্থা ভয়াবহ। আগুন ভয়াবহ রূপ নিয়েছে।এক সপ্তাহের চেষ্টাতে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি দাবানল। এরইমধ্যে সেখানকার বাসিন্দাদের এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রাকৃতিক এই বিপর্যয়ের প্রভাব পড়েছে সালটোন উপকূলীয় এলাকায়। দেখা দিয়েছে মারাত্মক খরা। আবহাওয়াবিদরা বলছেন, ১৯৭৭ সালের পর এতো তীব্র খরার কবলে পড়েনি যুক্তরাষ্ট্র। প্রচন্ড তাপে, সাথে পানির অভাবে শুকিয়ে গেছে মাইলের পর মাইল ফসলের জমি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল উৎপাদন। ক্যালিফোর্নিয়ার পাশাপাশি খরার কবলে লোওয়া, মিনিসোটা ও ডাকোটা অঙ্গরাজ্য।


চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610,  +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ