Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটির কার্যকরী কমিটির মেয়াদ বাড়লো

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১২, ৯ জুলাই ২০২১

আপডেট: ২০:১২, ৯ জুলাই ২০২১

নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটির কার্যকরী কমিটির মেয়াদ বাড়লো

নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি ইউএসএ ইনকের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ ৩ মাস বর্ধিত করা হয়েছে। গত রোববার নিউইয়র্কে ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি সাব্বির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মোবাশ্বির হুসেন চৌধুরী, বজলুর রহমান চৌধুরী, আবু সাঈদ কুটি চৌধুরী ও শেখ জামাল হুসেন, সিনিয়র সহ সভাপতি এমএম আলী লকুস, সহ সভাপতি মামুন আলী ও নজরুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ গোলাম মুহিত, কার্যকরী সদস্য জিল্লুর রহমান, আলী হোসেন প্রমুখ।
সভায় বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ ৩ মাস বর্ধিত করে আগামী ৫ সেপ্টেম্ব পর্যন্ত করা হয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ