Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

হ্যামট্রামেক সিটির মেয়র পদে লড়বেন বাংলাদেশি কামাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪০, ৯ জুলাই ২০২১

আপডেট: ১৮:৪০, ৯ জুলাই ২০২১

হ্যামট্রামেক সিটির মেয়র পদে লড়বেন বাংলাদেশি কামাল

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে হ্যামট্রামেক সিটির নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশি-আমেরিকান এ এস এম কামাল রহমান। হ্যামট্রামেক সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট। 

২০১৭ সালে হ্যামট্রামেক শহরের মেয়র নির্বাচনে বাংলাদেশিদের মধ্য থেকে মোহাম্মদ কামরুল হাসান ও এ এস এম কামাল রহমান দুজন পদপ্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে মোহাম্মদ কামরুল হাসান ৭৯২ ভোট (২৭%) পেয়ে প্রাইমারিতে নির্বাচিতও হয়েছিলেন। অপর প্রার্থী এ এস এম কামাল রহমান ৭৩৬ ভোট (২৭%) পেয়ে প্রাইমারিতে হেরে যান। 

২০২১ সালে এসে আবারও হ্যামট্রামেক শহরের প্রাইমারি মেয়র নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে শহরজুড়ে চলছে উৎসবের আমেজ। এবার বাংলাদেশি মেয়র প্রার্থী একজন। তিনি এ এস এম কামাল রহমান। কামাল রহমান এখন নির্বাচনী আলোচনার শীর্ষে। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে তিনি সক্রিয়। কমিউনিটির উন্নয়নের জন্য নিরলস কাজ করছেন।

হ্যামট্রামেক শহরের ভোটাররা মনে করছেন, তিনি মেয়র হিসেবে নির্বাচিত হলে সেটা হবে বাংলাদেশি কমিউনিটির জন্য মঙ্গলজনক। নির্বাচিত হলে তিনিই হবেন মিশিগানের প্রথম কোনো বাংলাদেশি-আমেরিকান মেয়র। ২০১৫ সালে হ্যামট্রামেক শহরকে সরকারিভাবে বাংলা টাউন হিসেবে ঘোষণা করেন অঙ্গরাজ্যের গভর্নর রিক স্নাইডার। এবারের মেয়র নির্বাচনের ফল বাংলা টাউন নামকরণের পরিপূর্ণতা দেবে বলে কমিউনিটির মানুষের প্রত্যাশা।

৪ জুলাই বিকেলে হ্যামট্রামেক শহরের ইয়েমেন ক্যাফেতে মিশিগানের সাংবাদিকদের সঙ্গে কামাল রহমানের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে কামাল রহমান সাংবাদিকদের বলেন, হ্যামট্রামেক শহরের নির্বাচনে বাংলাদেশিদের মধ্যে তিনিই একমাত্র মেয়র প্রার্থী। তিনি শহরের সরকারের অর্থ হিসাব ও প্রশাসনিক কাজে দক্ষ। তিনি ২৫ বছর ধরে কাজ করছেন। কীভাবে সবাইকে ঐক্যবদ্ধ করে সহযোগিতার মাধ্যমে নাগরিক অধিকার আদায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হয় সে বিষয়ে তাঁর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তিনি সবার সহযোগিতা ও অভিজ্ঞ নেতৃত্ব কাজে লাগিয়ে উন্নত ভবিষ্যৎ ও নিরাপদ শহর গড়ে তুলতে হ্যামট্রামেক শহরের প্রত্যেকটি নাগরিকের ভোট প্রত্যাশা করেন।যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে হ্যামট্রামেক সিটির নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশি-আমেরিকান এ এস এম কামাল রহমান। হ্যামট্রামেক সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট। 

২০১৭ সালে হ্যামট্রামেক শহরের মেয়র নির্বাচনে বাংলাদেশিদের মধ্য থেকে মোহাম্মদ কামরুল হাসান ও এ এস এম কামাল রহমান দুজন পদপ্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে মোহাম্মদ কামরুল হাসান ৭৯২ ভোট (২৭%) পেয়ে প্রাইমারিতে নির্বাচিতও হয়েছিলেন। অপর প্রার্থী এ এস এম কামাল রহমান ৭৩৬ ভোট (২৭%) পেয়ে প্রাইমারিতে হেরে যান। 

২০২১ সালে এসে আবারও হ্যামট্রামেক শহরের প্রাইমারি মেয়র নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে শহরজুড়ে চলছে উৎসবের আমেজ। এবার বাংলাদেশি মেয়র প্রার্থী একজন। তিনি এ এস এম কামাল রহমান। কামাল রহমান এখন নির্বাচনী আলোচনার শীর্ষে। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে তিনি সক্রিয়। কমিউনিটির উন্নয়নের জন্য নিরলস কাজ করছেন।

হ্যামট্রামেক শহরের ভোটাররা মনে করছেন, তিনি মেয়র হিসেবে নির্বাচিত হলে সেটা হবে বাংলাদেশি কমিউনিটির জন্য মঙ্গলজনক। নির্বাচিত হলে তিনিই হবেন মিশিগানের প্রথম কোনো বাংলাদেশি-আমেরিকান মেয়র। ২০১৫ সালে হ্যামট্রামেক শহরকে সরকারিভাবে বাংলা টাউন হিসেবে ঘোষণা করেন অঙ্গরাজ্যের গভর্নর রিক স্নাইডার। এবারের মেয়র নির্বাচনের ফল বাংলা টাউন নামকরণের পরিপূর্ণতা দেবে বলে কমিউনিটির মানুষের প্রত্যাশা।

৪ জুলাই বিকেলে হ্যামট্রামেক শহরের ইয়েমেন ক্যাফেতে মিশিগানের সাংবাদিকদের সঙ্গে কামাল রহমানের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে কামাল রহমান সাংবাদিকদের বলেন, হ্যামট্রামেক শহরের নির্বাচনে বাংলাদেশিদের মধ্যে তিনিই একমাত্র মেয়র প্রার্থী। তিনি শহরের সরকারের অর্থ হিসাব ও প্রশাসনিক কাজে দক্ষ। তিনি ২৫ বছর ধরে কাজ করছেন। কীভাবে সবাইকে ঐক্যবদ্ধ করে সহযোগিতার মাধ্যমে নাগরিক অধিকার আদায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হয় সে বিষয়ে তাঁর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তিনি সবার সহযোগিতা ও অভিজ্ঞ নেতৃত্ব কাজে লাগিয়ে উন্নত ভবিষ্যৎ ও নিরাপদ শহর গড়ে তুলতে হ্যামট্রামেক শহরের প্রত্যেকটি নাগরিকের ভোট প্রত্যাশা করেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ