মাত্র ১০ ভাগ মানুষ জব সার্চ করছেন
করোনার ধাক্কা কাটিয়ে চাঙ্গা হচ্ছে মার্কিন অর্থনীতি। সৃষ্টি হয়েছে বিপুল কর্মসংস্থান। কর্মক্ষেত্রে ফেরাতে বাড়ানো হয়েছে বেতন। দেয়া হয়েছে অর্থনৈতিক প্রণোদনা। তবুও কর্মক্ষেত্রে ফিরতে অনীহা মার্কিনীদের।
সম্প্রকি এক গবেষণায় উঠে এসেছে, মাত্র ১০ ভাগ মানুষ জব সার্চ করছেন। বাকি ৯০ ভাগ মানুষের চাকরি নিয়ে তেমন মাথাব্যাথা নেই, আছেন ঢিলেঢালাভাবে। তবুও হাল ছাড়ছে না মার্কিন প্রশাসন।
জানা গেছে, কর্মক্ষেত্রে যাদের ফিরতে অনীহা ছিলো তাদের বেতন বাড়ানোসহ অর্থনৈতিক নানা প্রণোদনা দেয়া হচ্ছে। এতে অবশ্য অনেকেই যুক্ত হচ্ছেন জব মার্কেটে। গত এক মাসে ৮৫০ হাজার চাকরিতে বেতন বাড়ানো হয়েছে।
চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610 এই নাম্বারে।