নিজের প্রতিষ্ঠিত কোম্পানি অ্যামাজন এর প্রধান নির্বাহী পদ ছেড়ে দিয়েছেন জেফ বেজোস৷ তবে কোম্পানির নির্বাহী চেয়ারম্যান ও সর্বোচ্চ শেয়ার ধরে রাখছেন৷ প্রধান নির্বাহীর পদ ছেড়ে এই শীর্ষ ধনী কী করবেন তা নিয়েও চলছে জল্পনা৷
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বেজোস৷ দ্য রক খ্যাত অভিনেতা ডোয়াইন জনসনের হাত তার কাঁধে৷ পটভূমিতে শান্ত সমুদ্র ও নীল আকাশ৷ পোস্টটিতে তিনি অ্যামাজন স্টুডিওর জন্য নতুন সিনেমার চুক্তির ঘোষণা দেন৷
৫৭ বছর বয়সি বেজোস এর ব্যবসা আর আগ্রহ শুধু ই কমার্স প্লাটফর্ম নিয়েই নয়৷ বৈজ্ঞানিক কল্পকাহিনীর ভক্ত এই ধনকুবের সম্প্রতি ভাইকে নিয়ে মহাকাশ ভ্রমণে যাওয়ারও ঘোষণা দিয়েছেন ইনস্টাতে৷ কয়েক বছর আগেই তিনি প্রতিষ্ঠা করেছেন মহাকাশ পর্যটন কোম্পানি ব্লু অরিজিন৷ ২০ জুলাই সেটি প্রথম ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে আরেক প্রতিদ্বন্দ্বী রিচার্ড ব্রেনসনের ভার্জিন গ্যালকটিকের দুই সপ্তাহ পরেই৷
ইনস্টাগ্রামে পোস্ট করা আরেক ছবিতে বেজোসকে অ্যামাজনের মালিকানাধীন স্টার্টআপ রিভিয়ান এর ইলেকট্রিক পিক আপ ট্রাক এর হুইল হাতে দেখা গেছে৷ তবে ইনস্টাতে ফুটবল মাঠের সমান বড় তার কেনা ইয়টের ছবিটি অবশ্য এখনও উঠেনি৷
বিলাসবহুল জীবন উপভোগের পাশাপাশি বেজোস তার দাতব্য কাজেও আগের চেয়ে বেশি মনযোগী হয়েছেন৷ সেই কাজের অংশ হিসেবে বিভিন্ন সরকারি লোকজনের সঙ্গে তোলা ছবিও পোস্ট করে চলছেন৷ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপের অংশ হিসেবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে আলাপ কিংবা ওয়াশিংটনের গভর্নর জে ইন্সলির সঙ্গে গৃহহীনদের আশ্রয়স্থলে ঘোরার ছবিও মেলে৷
কেটি পেরি, লিল নাস এক্স, লিজোর মতো সংগীত তারকাদের সঙ্গেও সময়টা ভালোই উপভোগ করে চলছেন এই বিজনেস ও টেক টাইকুন৷ সুপার বল ২০২০ এর আয়োজন থেকে লিজোর সাথে তোলা ছবি পোস্ট দিয়ে তিনি লিখেন, ‘‘মাত্রই ডিএনএ টেস্ট করালাম, ফলাফল আমি লিজোর শতভাগ বড় ফ্যান৷’’
এপ্রিলে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে বেজোস জানিয়েছেন তিনি নির্বাহী চেয়ারম্যানের পদে আরো বেশি মনযোগী হবেন এবং অ্যামাজনকে কাজের ক্ষেত্র হিসেবে আরো উন্নত করে তুলবেন৷ এরিমধ্যে প্রধান নির্বাহীর দায়িত্বটি তুলে দিয়েছেন অ্যামাজনের সাবেক ক্লাউড কম্পিউটিং প্রধান অ্যান্ডি জেসির হাতে৷ তবে ‘সাইডলাইন’ থেকে বেজোস কতটা দায়িত্ব পালন করবেন সেটি পরিস্কার না হলেও কী করে সময় কাটাচ্ছেন বেজোস তা জানতে ইনস্টাগ্রামে চোখ রাখলেও চলবে৷
(রয়টার্স)