বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র চারদিনব্যাপী সম্মেলন Ses হয়েছে । নিউইয়র্কের লাগুর্ডিয়া ম্যারিয়টে এই সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন জায়গায় কর্মরত বিপুল সংখ্যক ডাক্তার যোগদান করেন।
চারদিনব্যাপী সম্মেলনের শুরুতেই শুভেচ্ছা বক্তৃতা করেন আহবায়ক ডাক্তার খন্দকার মাসুদুর রহমান। শত ব্যস্ততার মাঝেও সম্মেলনে যোগদান করায় তিনি সকল ডাক্তারদের আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাংস্কৃতিক সম্পাদক ডাক্তার বর্ণালী হাসান চারদিনব্যাপী সম্মেলনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
করোনা মহামারীতে সম্মুখযোদ্ধা হিসেবে ডাক্তারদের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা.ফজলুল এইচ ইউসুফ। তিনি বলেন, মানুষের দু:সময়ে নিজের জীবন বাজি রেখে সেবা দিয়ে আমাদের এই পেশার সৌন্দর্য ও মহানুভবতা আপনারা তুলে ধরেছেন। আর এতে আমরা গর্বিত।
৪দিনের এই সম্মেলনের ১ম দিনে ছিল উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে শিল্পী চন্দন চৌধুরীর গান। ২য় দিনে chilo নৌ বিহার, ৩য় দিনে গুণী শিল্পী বেবি নাজনীনের একক সন্ধ্যা আর ৪র্থ দিনে chilo বনভোজন।
সব মিলিয়ে এই সম্মেলনস্থল যেন নিউইয়র্কে বাংলাদেশী ডাক্তারদের এক মিলনমেলা।