কিউবায় তাণ্ডব চালিয়ে ফ্লোরিডাতে এগুচ্ছে `এলসা`
কিউবার উপকূল তাণ্ডব চালানোর পর দ্রুতগতিতে ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছে হারিকেন এলসা। ঘণ্টায় গতিবেগ ৭৫ কিলোমিটার।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার এলসার প্রভাবে লণ্ডভণ্ড হয়েছে হাভানা। বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। দেখা দিয়েছে ভূমিধস। সৃষ্টি হয়েছে বন্যার। বন্ধ সড়ক যোগাযোগ। উপড়েছে গাছপাল-বিদ্যুতের খুঁটি। তবে এখন পর্যন্ত প্রাণহানির খবর মেলেনি। দুবির্ষহ দিন কাটাচ্ছে উপকূলের মানুষ।
কিউবায় তাণ্ডব চালানোর এখন ফ্লোরিডা উপকূলে ধেয়ে আসছে এলাসা। এর প্রভাবে বইছে ঝড়ো হাওয়া। এতে উপকূলে জারি আছে সতর্কতা। স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রস্তুত আছে উদ্ধারকারী টিম।
চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610, +1 (718) 355-9232 এই নাম্বারে।