নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন ও পুনর্মিলনীর তারিখ পরিবর্তন হয়েছে। ১১ জুলাই পরিবর্তিত তারিখ ঘোষণা করা হয়েছে।
লং আইল্যান্ডের সানকিন মেডো স্টেট পার্কের ইস্ট অরচার্ড প্যাভিলিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ এ খান ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম ক্লাব সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
গত ২৭ জুন একই স্থানে প্রেসক্লাবের বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়। এ জন্য প্রেসক্লাবের অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
প্রেসক্লাবের বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য সালাহউদ্দিন আহমেদকে আহ্বায়ক ও মোহাম্মদ আলমগীর সরকারকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।