Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ক্যালিফোর্নিয়াবাসী পাচ্ছেন স্টিমুলাস চেকের ৬০০ ডলার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০২:৪০, ৫ জুলাই ২০২১

আপডেট: ০২:৪০, ৫ জুলাই ২০২১

ক্যালিফোর্নিয়াবাসী পাচ্ছেন স্টিমুলাস চেকের ৬০০ ডলার

ক্যালিফোর্নিয়ার দুই-তৃতীয়াংশ বাসিন্দা ৬০০ ডলার স্টিমুলাস চেকের ডিরেক্ট পেমেন্ট পেতে যাচ্ছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসামের নতুন বাজেট প্রস্তাবনার প্রেক্ষিতে নতুন করে ৬০০ ডলার পেমেন্ট অনুমোদন করেন আইনপ্রণেতারা।

করোনা মহামারি চলাকালীন সময়ে ফেডারেল সরকার এখন পর্যন্ত তিনবার স্টিমুলাস চেকের অর্থ প্রদান করেন। আর ক্যালিফোর্নিয়া এ নিয়ে দুইবার স্টিমুলাস চেক বরাদ্দ করলো।

নতুন ডিরেক্ট স্টিমুলাস চেকের আওতায়, যেসব কর দাতা বছরে সর্বোচ্চ ৭৫ হাজার ডলার আয় করেন, তাদের ৬০০ ডলার করে দেওয়া হবে৷ এসব পরিবারে কোনো পোষ্য থাকলে আরো ৫০০ ডলার দেয়া হবে।

বৈধ কাগজপত্রহীন বাসিন্দারাও ৫০০ ডলার করে পাবেন। স্টিমুলাস চেকের খরচ বহন করে ৮ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ