৪ঠা জুলাইয়ের সপ্তাহান্তের ছুটিতে, বৃহৎ সংখ্যায় আমেরিকান জনগণ ভ্রমণের পরিকল্পনা নিয়েছেনI জনগণ এক বছরের বেশি সময় ধরে মহামারী ও বিধিনিষেধের জটিলতা কাটিয়ে আবার ফিরতে চান সেই ঐতিহ্যগত ছুটির প্রথায়I
ট্রাভেল গ্রূপ, AAA জানায় এই সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে গাড়ি বা বিমানযোগে প্রায় ৪ কোটি ৭০ লক্ষ জনগণ ভ্রমণের পরিকল্পনা করেছেন, যা হবে ২০১৯ সালের ভ্রমণের পরিসংখ্যানে ফিরে যাওয়াI
এই ৪ঠা জুলাই, বৃহৎ সমাবেশে কোনো বাধা থাকছে না এবং সমগ্র দেশজুড়ে নানা ধরণের উৎসব পালনের পরিকল্পনা নেয়া হয়েছেI