Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

শুরু হচ্ছে এইচ ওয়ান-বি ভিসার আবেদন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:১০, ৪ জুলাই ২০২১

আপডেট: ১৬:১৭, ৪ জুলাই ২০২১

শুরু হচ্ছে এইচ ওয়ান-বি ভিসার আবেদন

এইচ-ওয়ান বি ভিসা প্রত্যাখ্যানের পর ২০২১ অর্থবছরে পুনরায় এই ভিসার জন্য আবেদন করেছেন, তাঁদের আবেদন প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করা হচ্ছে বলে জানিয়েছে ইউএস সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিসেস।

গত বছরের অক্টোবরের পর আবেদনকারী প্রার্থীদের ভিসা কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। এইচ-ওয়ান বি ভিসার মাধ্যমে অন্যান্য দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে কাজ করার সুযোগ পেয়ে থাকেন।

ইউএস সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন সার্ভিসেস এক বিবৃতিতে জানায়, আগে যেসব প্রার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছিল, তাঁরা আবার ভিসার জন্য আবেদন করতে পারবেন।

অভিবাসন ও জাতীয়তা আইনের অধ্যায় ১০১ অনুচ্ছেদ অনুযায়ী, এইচ-ওয়ান বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান অন্য দেশের নাগরিককে বিশেষ পেশায় যেমন তথ্যপ্রযুক্তি, অর্থ, হিসাব, স্থাপত্য ও প্রকৌশল ইত্যাদি পেশায় কাজ করার সুযোগ দিয়ে থাকে।

সাধারণত দক্ষ কর্মজীবীর প্রয়োজন হলে অন্য দেশ থেকে কর্মজীবী নিয়োগ দেওয়ার জন্য এই ভিসা দেওয়া হয়।

করোনা মহামারির জন্য অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া ও সামাজিক বিধিনিষেধের ফলে এইচ-ওয়ান বি ভিসার ওপর অনেক নিষেধাজ্ঞা আরোপের ফলে আবেদন কম হয়েছিল। কিন্তু বর্তমানে আবার এ ভিসার জন্য আবেদন বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রায় ৬৫ হাজার আবেদন জমা পরে।

সংবাদটি শেয়ার করুনঃ