Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

লস এঞ্জেলেসে ২০০০ পাউন্ড অবৈধ আতশবাজি জব্দ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:০৫, ৪ জুলাই ২০২১

আপডেট: ১৩:৩২, ৪ জুলাই ২০২১

লস এঞ্জেলেসে ২০০০ পাউন্ড অবৈধ আতশবাজি জব্দ

লস এঞ্জেলেস ডাউনটাউন থেকে দুই হাজার পাউন্ড অবৈধ আতশবাজি জব্দ করা হয়েছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসকে সামনে রেখে  অভিযানটি পরিচালনা করে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)।

এলএপিডির মুখপাত্র অফিসার উইলিয়াম কুপার জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় ফায়ার লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট পুলিশের সাথে যোগাযোগ করে। তারা পুলিশ বিভাগকে কোহলার স্ট্রিটের ৭০০ ব্লকে উপস্থিত হয়ে অভিযান চালানোর অনুরোধ করে।

অফিসাররা সেখানে উপস্থিত হয়ে একটি ৬০ ফুটের শিপিং কন্টেইনার দেখতে পান। কন্টেইনারটি অবৈধ আতশবাজি দিয়ে পূর্ণ ছিলো। কন্টেইনারটি থেকে প্রায় দুই হাজার পাউন্ড আতশবাজি জব্দ করা হয়।

পরবর্তীতে একটি বোম্ব স্কোয়াড আতশবাজিগুলো একটি ট্রাকের সাহায্যে একটি অনুমোদিত স্টোরেজ ফ্যাসিলিটিতে নিয়ে জমা রাখে।

এলপিডি একটি টুইটে বলে, 'এই আতশবাজিগুলো ঠিকমত সংরক্ষণ না করলে তা ভয়ানক পরিণতিও হতে পারে'।

অভিযানটি পরিচালনার একদিন আগে দক্ষিণ লস এঞ্জেলসে একটি বিস্ফোরণে ১৭ জন ব্যক্তি আহত হয়েছে। বিস্ফোরণটির ফলে ওই স্থানের আশেপাশের কিছু বাড়ি ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ