Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মিয়ামিতে ভবনধস: নিহত বেড়ে ১৮

অভিক আহসান

প্রকাশিত: ১০:৫৫, ১ জুলাই ২০২১

মিয়ামিতে ভবনধস: নিহত বেড়ে ১৮

মিয়ামিতে ধসে পড়া ভবন

ফ্লোরিডার মিয়ামিতে ভবনধসের ঘটনায় আরও ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১৮-তে।

মিয়ামির মেয়র ফ্রান্সিস জেভিয়ার সুয়ারেজ জানান, প্রায় এক সপ্তাহ ধরে চলছে উদ্ধার অভিযান। এরমধ্যে মধ্যে সর্বোচ্চ সংখ্যক মরদেহ মিললো বুধবার (৩০ জুন)। উদ্ধারকৃতদের মধ্যে দুই শিশু রয়েছে। এখনও ১৪৭ জন নিখোঁজ। তাদের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে বলে জানান মেয়র।

গত বৃহস্পতিবার মিয়ামিতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। মধ্যরাতে ধসে পড়ে ১২ তলা চ্যাম্পলিন টাওয়ারের একাংশ। আজ দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন প্রেসিডেন্ট জো বাইডেন।

সংবাদটি শেয়ার করুনঃ