প্রতিবছরই নানা রঙ বেরঙের হট এয়ার বেলুন উৎসব আয়োজনের খ্যাতি রয়েছে নিউ মেক্সিকোর আলবুকার্ক শহরের। এবার সেখানে হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলুনটি কিছুক্ষণের মধ্যেই মাটিতে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই এলাকায় ১৩ হাজার ঘর-বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। কারণ বেলুনটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ লাইনের উপর পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কার ছিল বলেন পুলিশের মুখপাত্র গিলবার্ট গ্যাল্লেগোস।