গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়
কলোরাডো রাজ্যে এক অস্ত্রধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছে। গুলিতে প্রাণ হারিয়েছেন হামলাকারীও।
স্থানীয় সময় সোমবার বেলা সোয়া ১টা নাগাদ আরভাডা শহরের লাইব্রেরির বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়,লাইব্রেরির বাইরে এক অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি ছোঁড়া শুরু করে। এসময় টহল পুলিশ সদস্যরা ঠেকাতে গেলে, একজন কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যায়। গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে নেয়া হলে বাঁচানো যায়নি তাকে। অভিযানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় হামলাকারীও।
তাৎক্ষণিকভাবে গুলির ঘটনার কারণ জানা যায়নি। সেটি জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এরআগে, তিন মাস আগে রাজ্যটির বোল্ডার শহরের সুপার মার্কেটে গুলিতে প্রাণ হারিয়েছিলেন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন।