দুর্ঘটনার পর আগুন ধরে যান গাড়িতে
আলাবামায় ভেজা সড়কের কারণে একসাথে ১৮ টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। যাতে শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় ২১ জুন (সোমবার) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
বাটলার কাউন্টির করোনের ওয়েন গারলক জানান, ক্রান্তীয় ঝড় ক্লদেতের প্রভাবে সড়ক ভেজা ছিলো। সে কারণে গাড়িগুলো নিয়ন্ত্রণ হারায়। সংঘর্ষের পর আগুন ধরে যায় কয়েকটি যানে। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়। তাদের মধ্যে ৯ জনই শিশু-কিশোর। আছেন এক বাবাও। বাকি আটজন তালাপোসা কাউন্টি গার্লস র্যাঞ্চের মালিকানাধীন একটি গাড়িতে ছিল।
পুলিশ বলছে, দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। তবে, তারা কেউ গুরুতর নয় বলে জানান তিনি।