Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

‘ক্লডেটে’ লণ্ডভণ্ড লুইজিয়ানা-ফ্লোরিডা-অ্যালবামা

অভিক আহসান

প্রকাশিত: ২৩:৩১, ২০ জুন ২০২১

‘ক্লডেটে’ লণ্ডভণ্ড লুইজিয়ানা-ফ্লোরিডা-অ্যালবামা

‘ক্লডেটে’র প্রভাবে ফ্লোরিডার সড়কে পানি

ক্রান্তীয় ঝড় ‘ক্লডেটে’ লণ্ডভণ্ড লুইজিয়ানা, ফ্লোরিডা ও অ্যালবামা রাজ্য। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বিধ্বস্ত অসংখ্য বসতঘরসহ স্থাপনা।

ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় মধ্যরাতে উপকূলীয় এলাকায় আঘাত হানে ঝড়টি। ঘণ্টায় গতিবেগ ছিলো ৭৫ মাইল। এর প্রভাবে চলে টানা ভারি বৃষ্টিপাত। লুইজিয়ানায় বিধ্বস্ত হয় অসংখ্য বাড়িঘর। ফ্লোরিডা ও অ্যালবামায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। অ্যালবামায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক বাড়িঘর। ফ্লোরিডার উত্তরাঞ্চল ও অ্যালবামার দক্ষিণে জারি আছে একাধিক টর্নেডোর সতর্কতা। চলছে উদ্ধার তৎপরতা

এদিকে, প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডও। লণ্ডভণ্ড দেশ দুটির একাধিক শহর। অকল্যান্ডে টর্নেডোতে প্রাণ গেছে ১ জনের।  

সংবাদটি শেয়ার করুনঃ