
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গোলাগুলি
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গোলাগুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সীমান্তবর্তী শহর রেইনোসায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউএস নিউজ।
আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের এই এলাকাটি নানা অপরাধে জন্য বিখ্যাত। সেখানে শনিবার দুপুরে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলার সময় নিহত হন একজন। এসময় এক ব্যক্তিকে আটক করা হয়। তার গাড়ির ট্রাঙ্ক থেকে উদ্ধার করা হয় দুই নারীকে। ধারণা করা হচ্ছে, তাদের অপহরণ করা হয়েছিল।
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রেইনোসা শহরের মেয়র মাকি এসতার ওরতিজ দোমিনগেজ। গোলাগুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে।