যুক্তরাষ্ট্রে কুকুর আমদানি নিষিদ্ধ!
বিশ্বের ১১৩টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে কুকুর আমদানি নিষিদ্ধ করা হয়েছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা দিয়েছে। জলাতঙ্ক রোগের জীবানুর সংক্রমণের কারণে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে সিডিসি। যা আগামী ১৪ জুলাই থেকে কার্যকর হবে।
সিডিসি জানিয়েছে, করোনা মহামারির মাঝে যুক্তরাষ্ট্রে কুকুর দত্তক নেওয়ার হার অনেক বেড়েছে। তবে, এর মধ্যে বেশ কিছু কুকুরের ভুয়া জলাতঙ্কের টিকার সনদের তথ্য পাওয়া গেছে। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।