Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আবাসিকেও ছড়িয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানল

অভিক আহসান

প্রকাশিত: ১০:৪৯, ১৫ জুন ২০২১

আবাসিকেও ছড়িয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানল

দাবানলে পুড়ছে বনাঞ্চল

ক্যালিফোর্নিয়ায় দাবানল ক্রমেই যেন ভয়াবহ রূপ নিচ্ছে। এরইমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে দক্ষিণাঞ্চলের প্রায় ৪শ’ একর এলাকা। ছড়িয়েছে আবাসিকেও।

দমকল বাহিনী জানিয়েছে, ধীরে ধীরে বাড়ছে আগুনের পরিধি। আবাসিক এলাকাতে পুড়ে গেছে কমপক্ষে ৩টি বসতবাড়ি। জারি আছে সতর্কতা। সরিয়ে নেয়া হয়েছে স্থানীয়দের। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টারের মাধ্যমে ছিটানো হচ্ছে পানি ও রাসায়নিক পদার্থ। এদিকে আগুন নেভাতে গিয়ে একজন ফায়ারসার্ভিসকর্মী নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

দাবানলের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা  করা হচ্ছে অতিরিক্ত দাবদাহের কারণে আগুন ধরেছে। কারণ তীব্র গরমের কারণে সোমবার থেকে অঙ্গরাজ্যটিতে সতর্কতা জারি আছে। 

সংবাদটি শেয়ার করুনঃ