
তিনি অন্ধ। কিন্তু ক্রিকেট থেকে বক্সিং- সবকিছুতেই দারুণ পারফর্ম করেন। শিখেছেন সাতটি ভাষা। স্নাতক ও স্নাতককোত্তর ডিগ্রি অর্জনের পর এখন তিনি পিএইচডি করছেন ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। বাংলাদেশি বংশোদ্ভূত অবিশ্বাস্য যোগ্যতাসম্পন্ন এই শিক্ষার্থীর নাম তানভীর সৈয়দ।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তানভীরের জন্ম ও বেড়ে ওঠা। চার বছর বয়সে তার দৃষ্টি নষ্ট হয়ে যায়। কিন্তু তানভীরের ডাক্তার ও ইঞ্জিনিয়ার বাবা-মা হাল ছাড়েননি। তারা তাকে অন্য দশটি শিশুর মতোই বড় করেছেন এবং নিয়মিত স্কুলে পাঠিয়েছেন।
সব ধাপ পেরিয়ে তানভীর এখন পিএইচডি করছেন। যদি তার গবেষণাটি সফল হয় তবে অন্ধ হিসেবে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির উন্নতির জন্য গবেষণা করা প্রথম ব্যক্তি হবেন তিনি। ফ্লোরিডা টেক ক্যাম্পাসে দৃষ্টিশক্তি প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে বলে জানিয়েছেন তিনি নিজেই।