Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জনসনকে সাইকেল উপহার দিলেন বাইডেন

যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৩, ১৩ জুন ২০২১

জনসনকে সাইকেল উপহার দিলেন বাইডেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাতে বানানো একটি বাইসাইকেল উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাজ্যে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর সম্মেলনে প্রথম সাক্ষাতে এই উপহার তুলে দেন বাইডেন।  

বিনিময়ে বরিস জনসনও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিরোধী উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের নেতা ফ্রেডেরিক ডগলাসের ছবি আঁকা একটি ফ্রেম উপহার দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বিলেনকি সাইকেল ওয়ার্ক নামের ছোট একটি কারখানায় সাইকেলটি তৈরি হয়েছে। সাধারণত এ ধরনের সাইকেল তৈরিতে কয়েক মাস সময়ের দরকার হলেও লাল, সাদা এবং হলুদ রঙয়ের বাইসাইকেলটি বানাতে লেগেছে মাত্র অল্প কয়েক দিন।

সংবাদটি শেয়ার করুনঃ