
পুলিৎজার পদক
সাংবাদিকতায় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পুলিৎজার ঘোষণা করা হয়েছে। গতকাল ১১ জুন রাতে ২০২১ সালের জন্য এই পুরস্কারের ঘোষণা দিয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। অন্যান্য গণমাধ্যমের সঙ্গে এ বছর মূল পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স এবং প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড নির্যাতনের ভিডিও ধারণ করায় বিশেষ ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে পথচারী কিশোরী ডারনেলা ফ্রেজারকে।