
৩৫ তম ফোবানার নির্বাহী কমিটিতে যারা
৩৫-তম ফোবানা সম্মেলন উপলক্ষ্যে নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়াপারর্সন জাকারিয়া চৌধুরী এবং নির্বাহী সচিব হয়েছেন মাসুদ রব চৌধুরী। এছাড়া ভাইস চেয়ারপার্সন ড. আহসান চৌদুরী, যুগ্ম নির্বাহী সচিব আরিফ আহমেদ, ট্রেজারার নাহিদুল এইচ খান।
আউটস্ট্যাডিং মেম্বার যারা: শাহ হালিম, ডিউক খান, আতিকুর রহমান, এটিএম নুরুল আলম, রিহান রেজা, নাহিদ এ চৌধুরী, মোহামএমদ এম আরিফিন, সাদেক এইচ খান এবং হাসমত মবিন।
নির্বাহী সদস্য যারা: ইনারা ইসলাম, মকবুল এম আলী, সালেহ আহমেদ, রহমান জাহির, গোলাম ফারুক ভূইয়া, নাহিদা ইয়াসমিন নাসের, সায়েদ এম হোসাইন, যাইনুল আবেদীন, জসীম উদ্দিন জোশ, প্রিয়ালাল কর্মকার, মাহবুবুর রহমান ভূইয়া, আবির আলমগীর, বাবুল হাই, খালেদ জেড খান, জাহিদ হোসাইন, করিম সালাউদ্দিন এবং ড. মোহাম্মদ আলি মানিক।
উল্লেখ্য, ওয়াশিংটন ডিসিতে আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর চলছে ৩৫ তম ফোবানার আয়োজন। আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি। ইভেন্ট পার্টনার বিজনেস আমেরিকা।