
ইলহাম ওমর
মার্কিন কংগ্রেসে নিজ দলের সদস্যদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষের অভিযোগ তুললেন ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতা ইলহাম ওমর । ইসরাইল ও যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে মন্তব্যে করেন তিনি। এরই জেরে তোপের মুখে পড়েন ইলহাম ওমর।
জানা গেছে, গেল সপ্তাহে হামাস ও তালেবানের মতো অপরাধ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এমন অভিযোগ করেন ইলহাম। তাতেই ক্ষেপেছেন তার দলের সদস্যরা। বুধবার (৯ জুন) জেরি নাডলারের নেতৃত্বে আইনপ্রণেতাদের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তালেবান ও হামাসের সঙ্গে তুলনা বিপথগামিতার মতোই অপরাধ।