
ইন নায়াগ্রা-বাংলা মোটেল
পৃথিবীর সপ্তাশ্চর্য্যের অন্যতম ‘নায়াগ্রা ফলস’ পরিদর্শনে যারা পরিকল্পনা করছেন তাদের আমন্ত্রণ জানিয়েছে ‘ইন নায়াগ্রা-বাংলা মোটেল’। এটি ওয়েস্টার্ন নিউইয়র্কের প্রথম বাংলাদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
স্বত্তাধিকারী খান রবিউল জানিয়েছেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশির জর্ন গর্বের। থাকছে সকাল-দুপুর-রাতের খাবারের ব্যবস্থা। আছে পরিচ্ছন্ন নামাজের জায়গা। রয়েছে ইন্টারনেট, বাংলাদেশি চ্যানেলসহ সবধরনের টিভি চ্যানেল দেখার সুবিধা। সুইমিং পুলে সাঁতার কাটা, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থাও রয়েছে মোটেলটিতে।
পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরিবিলি পরিবেশ এবং বাংলাদেশি খাবারের স্বাদ নিতে ইন নায়াগ্রা-বাংলা মোটেল ভ্রমণে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন খান রবিউল। যোগাযোগের নম্বর ৭১৮৩১৪৬১৩৭, ৭১৬৯৩৯৪৩৬৩।