Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জাতিসংঘের সহ সভাপতি বাংলাদেশ

অভিক আহসান

প্রকাশিত: ১১:৩৯, ৮ জুন ২০২১

আপডেট: ১৫:৪৩, ৮ জুন ২০২১

জাতিসংঘের সহ সভাপতি বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ অধিবেশ (ফাইল ছবি)

৭৬-তম জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ । সেপ্টেম্বর থেকে শুরু হবে একবছরের দায়িত্ব। বাংলাদেশ ছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত অন্যান্য সহ-সভাপতি হল কুয়েত, লাওস ও ফিলিপাইন।

৭ জুন জাতিসংঘ সাধারণ পরিষদ হলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ । বহুপক্ষীয় ফোরামে নেতৃত্বের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ওপর যে আস্থা রাখে, এই নির্বাচন তারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।  

এরআগে, ২০১৬-১৭ মেয়াদে ৭১তম সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতির দায়িত্ব পালন করেছে।

সংবাদটি শেয়ার করুনঃ