Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

অ্যারিজোনায় ছড়িয়ে পড়েছে দাবানল

অভিক আহসান

প্রকাশিত: ০৯:০০, ৭ জুন ২০২১

অ্যারিজোনায় ছড়িয়ে পড়েছে দাবানল

অ্যারিজোনায় ছড়িয়ে পড়েছে দাবানল

অ্যারিজোনায় দাবানল পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। ছড়িয়ে পড়েছে আশপাশে। দু’দিনের ব্যবধানে অন্তত ২৪ বর্গকিলোমিটার এলাকার বনভূমি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শস্য খামার এবং র‍্যাঞ্চ।

এ অবস্থায় লোকালয়েও আগুন ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ফিনিক্স, সুপিরিয়রসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৪ শতাধিক কর্মী। বিমান থেকে ছড়ানো হচ্ছে পানি ও রাসায়নিক দ্রব্য। দাবানলের কারণ খতিয়ে দেখতে তদন্ত নেমেছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুনঃ