
ডোনাল্ড ট্রাম্প
আবারও আলোচনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনীতিতে ফেরার পাশাপাশি ২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
গেল ফেব্রুয়ারির পর স্থানীয় সময় শনিবার প্রকাশ্য কোনো সভায় অংশ নেন ট্রাম্প। যোগ দেন নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান পার্টির দলীয় সম্মেলনে। সেখানেই নির্বাচনে ফেরার ইঙ্গিত দেন তিনি। এসময় দেয়া ভাষণে, গেল নির্বাচনে কারচুপির অভিযোগ তুলতে ভোলেননি ট্রাম্প।
সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির। তার ভুল নীতির কারণেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। করোনা মহামারির জন্য আবারও চীনকেই দায়ি করেন ট্রাম্প। চীনের কাছ থেকে ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ নেয়া উচিত বলেও মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।