Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

তাপপ্রবাহ ঠেকাতে নিউইয়র্কে চালু হচ্ছে কুলিং সেন্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪১, ২৬ জুন ২০২৪

তাপপ্রবাহ ঠেকাতে নিউইয়র্কে চালু হচ্ছে কুলিং সেন্টার

প্রচণ্ড তাপ প্রবাহ বিপাকে ফেলছে নিউইয়র্ক শহরবাসীকে। চলমান এই তাপপ্রবাহের প্রতিক্রিয়ায় গত ২৩ জুন ৪৫টি পাবলিক স্কুলে কুলিং সেন্টার খোলা হয়েছে। মঙ্গলবারে ৫০০টি কুলিং সেন্টার খোলা হয়েছিল এবং তাপপ্রবাহ শেষ হওয়ার পূর্বাভাস ছিল বিধায় শুক্রবার পর্যন্ত কুলিং সেন্টারগুলো খোলা ছিল।

সিটি মেয়র এরিক অ্যাডামস্ এক প্রেস বিজ্ঞপিতিতে বলেছেন, আমরা এই সপ্তাহান্তে উচ্চ তাপমাত্রার রেকর্ড জন্য ব্রেক করছি। আসুন আমরা হাইড্রেটেড থাকি, সর্বোচ্চ তাপের সময় বাড়ির ভিতরে থাকি এবং একে অপরের খোঁজ করার মাধ্যমে নিরাপত্তাকে অগ্রাধিকার দিই।

ইনডোর শীতাতপ নিয়ন্ত্রিত কুলিং সেন্টারগুলোতে রয়েছে, লাইব্রেরি এবং সিনিয়র সেন্টার। তবে এ নিয়ে অ্যাডামস্ সমালোচনার মুখে পড়েছেন, কারণ কুলিং সেন্টারের এক তৃতীয়াংশ লাইব্রেরিগুলি জুনটিন্থের ফেডারেল ছুটির কারণে বন্ধ ছিল৷ বর্তমানে কুলিং সেন্টারগুলির ঠিকানা ৩১১-এ কল করে পাওয়া যাবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ