Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে এয়ার কন্ডিশন কিনতে সহায়তা পাচ্ছে স্বল্প আয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯, ২৬ জুন ২০২৪

নিউইয়র্কে এয়ার কন্ডিশন কিনতে সহায়তা পাচ্ছে স্বল্প আয়ের মানুষ

তীব্র দাবদাহের কবল থেকে রক্ষা পেতে নিউইয়র্ক সিটির মত নিউইয়র্ক স্টেটও স্বল্প আয়ের পরিবারকে এয়ার কন্ডিশনার কেনার অর্থ দিচ্ছে। স্টেটের হোম এনার্জি এ্যাসিসট্যান্স প্রোগ্রাম-এর এই কর্মসূচীটির নাম কুলিং এ্যাসিস্ট্যান্স বেনিফিট।

এই কর্মসূচীতে হাজার হাজার দরিদ্র মানুষকে এয়ার কন্ডিশনার কেনার জন্য পরিবার প্রতি এককালীন ১ হাজার ডলার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। নিউইয়র্ক স্টেটের অফিস অব টেম্পোরারি এন্ড ডিসাবিলিটি এ্যাসিস্ট্যান্স এই কর্মসূচী বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।

এদিকে, এই কর্মসূচীর সমালোচনা করে এডভোকেসি গ্রুপগুলো বলছে, এয়ার কন্ডিশনারের জন্য ১ হাজার ডলার অপ্রতুল। তাছাড়া সাধারণ মানুষদের কাছে এই জরুরী খবরটি পৌঁছে দেয়ার জন্য স্টেট ও সিটির কোনো প্রচারণা নেই।

কারণ আগামী জুলাই মাসে এই কর্মসূচী শেষ হয়ে যাবে। অথচ গ্রীষ্মকালে তাপ দাবদাহে যারা মারা যান তাদের ৯০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার চেয়ে বেশি। এ বছর এই কর্মসূচীতে স্টেট ২২ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে।

খবরে বলা হয়েছে, এ বছর এই কর্মসূচীর জন্য আবেদন গ্রহণ করা হবে ৩০ আগস্ট পর্যন্ত।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে। 

সংবাদটি শেয়ার করুনঃ