নিউইয়র্ক সিটি কম্পট্রোলার হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন মেয়র এরিক এডামসের ঘনিষ্ট ও ভারতীয় বংশোদ্ভুত এসেম্বলিওমেন জেনিফার রাজকুমার। মেয়র এডামস এই এসেম্বলিওমেনকে বার বার সামনে নিয়ে আসায় এমন সম্ভাবনা আরও তীব্র হচ্ছে।
কুইন্সের ৫টি বরোতে মেয়রের প্রতিটি প্রেস কনফারেন্স বা অনুষ্ঠানে লাল রঙের পোশাকে উজ্জল জেনিফার রাজকুমারের সরব উপস্থিতি লক্ষ্য যাচ্ছে। মেয়র এরিক এডামসও জেনিফারকে বার বার আলোচনায় নিয়ে আসছেন এবং তার সাফল্য ও কর্মকান্ড তুলে ধরছেন।
জেনিফার কম্পটোলার হওয়ার জন্য তার দৌড় পাকাপোক্ত করছেন এসব অনুষ্ঠানের মাধ্যমে। এই পরিকল্পনায় আরও সমর্থন পেতে রাজকুমার শিগগিরই স্থানীয় ডেমোক্রাট লিডার, কমিউনিটি নেতা এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে।
২০২৫ সালের প্রাইমারি নির্বাচনে তিনি যেসব নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দিতা করতে চান তাতে শক্ত অবস্থান গড়ে তুলছেন। এছাড়া বর্তমান কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার যদি পুনরায় নির্বাচন করতে চান, তাহলে তার প্রতিদ্বন্দিতা করারও প্রস্তুতি নিচ্ছেন জেনিফার রাজকুমার।
ভারতীয় বংশোদ্ভুত জেনিফার রাজকুমার ২০১১ সালে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। সেবার তিনি লোয়ার ম্যানহাটানে ডিষ্ট্রিক্ট লিডার নির্বাচিত হন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।