Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে বড় অপরাধ কমলেও বেড়েছে হেইট ক্রাইম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৭, ১৬ মে ২০২৪

নিউইয়র্কে বড় অপরাধ কমলেও বেড়েছে হেইট ক্রাইম

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে কিছুটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে নিউইয়র্ক। ছাত্রদের আন্দোলন ঠেকাতে গ্রেপ্তারও কাজে আসছে না। তবে ফিলিস্তিনিপন্থীদের আন্দোলনে শহরের পরিবেশ কিছুটা অস্থিতিশীল থাকলেও এপ্রিলে সিটির বড় অপরাধের সংখ্যা অনেকটা কমেছে। তবে বেড়েছে ঘৃণামূলক অপরাধের মাত্রা।

৭ মে মঙ্গলবার নিউইয়র্ক পুলিশের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্ক সিটিতে এপ্রিল মাসে বেশিরভাগ বড় অপরাধের সংখ্যা কমেছে। কিন্তু ঘৃণামূলক অপরাধ ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শহরের সামগ্রিক অপরাধ সূচক গত মাসে ২০২৩ সালের এপ্রিলের তুলনায় ৪.৯ শতাংশ কমেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ে গুলির ঘটনা ১৫.৫ শতাংশ এবং পরিবহন সংক্রান্ত অপরাধ কমেছে ২৩ শতাংশ। এপ্রিল মাসে মুসলিম বিরোধী ঘটনাও দ্বিগুণ হয়েছে।

গত বছরে যে সংখ্যা ছিলো ৩, চলতি বছর তা বেড়ে হয়েছে ৬। এছাড়া খুনের ঘটনা ৩৩ থেকে কমে ২৩ এবং চুরি ১ হাজার ১২২ থেকে কমে ১ হাজার ৩-এ নেমেছে। কর্মকর্তারা বলছেন, প্রশাসনের দক্ষতা এবং অতিরিক্ত পুলিশ মোতায়নের কারণে অপরাধ কিছুটা কমেছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ